আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীতে বায়ুর মান মাঝারি। আজ সকাল ৯টার দিকে রাজধানীর বায়ুর মানসূচকে স্কোর ৮৭। বিশ্বের ১২১টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ৩৮তম।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
আজ সকাল ৯টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ছিল ৭৫৩। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২৫৭।
ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ, সেগুলোর মধ্যে আছে সাভারের হেমায়েতপুর, গুলশান-২–এর রব ভবন ও মহাখালীর আইসিডিডিআরবি ভবন এলাকা।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৬ শতাংশ বেশি।
এ পরিস্থিতিতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এই গোষ্ঠীর মধ্যে আছে বয়স্ক, অসুস্থ, শিশু ও অন্তঃসত্ত্বা নারী। তাঁদের খোলা স্থানে ব্যায়াম যতটা সম্ভব এড়াতে হবে। আরও একটি পরামর্শ হলো, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।