বায়ুদূষণ
বায়ুদূষণ

বায়ুদূষণে বিশ্বের ১২৫ নগরীর মধ্যে আজ দ্বিতীয় ঢাকা

আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর। আজ সকাল সোয়া ৮টার দিকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। আজ আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান ২৮৮। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

আজ বিশ্বে বায়ুদূষণে ৪৯৩ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে আছে ভারতের দিল্লি।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

ঢাকার বায়ুর আজ যে মান, তা যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যেসব স্থানে দূষণ বেশি, এর মধ্যে আছে ইস্টার্ন হাউজিং-২ (৩৬০) পুরান ঢাকার বেচারাম দেউড়ি (৩৪২) ও তেজগাঁওয়ের শান্তা ফোরাম (৩৪১)।

স্কোর ৩০০–এর ওপরে চলে গেলে সেই বায়ুকে দুর্যোগপূর্ণ বলে বিবেচনা করা হয়।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৪২ গুণ বেশি।

আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।