সিত্রাংয়ের প্রভাবে ঢাকায় ২৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীর রবীন্দ্র সরোবর এলাকা ভরে গেছে পানিতে
সিত্রাংয়ের প্রভাবে ঢাকায় ২৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীর রবীন্দ্র সরোবর এলাকা ভরে গেছে পানিতে

ঘূর্ণিঝড় সিত্রাং কোথায় কত বৃষ্টি ঝরাল

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার প্রায় সারা দিনই অঝোরে বৃষ্টি ঝরেছে। আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরিশালে। সেখানে ৩২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এরপর মাদারীপুরে ৩১৫ মিলিমিটার, ঢাকায় ২৫৫ মিলিমিটার, টাঙ্গাইলে ২৫১ মিলিমিটার, ফরিদপুরে ২১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ছিল প্রবল বাতাস।
সিত্রাং এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সিত্রাংয়ের আঘাতে আজ দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ১৭ জনের মৃত্যু হয়েছে।

আবহাওয়াবিদেরা বলছেন, শুরু থেকেই সিত্রাং এলোমেলো আচরণ করতে শুরু করে। বারবার পাল্টাতে থাকে গতিপথও। তাই এর গতিবিধি ঠিকমতো বোঝা যায়নি। আসতে পথে বৃষ্টি ঝরিয়ে নিজের শক্তি ক্ষয় করেছে। এসেছে দ্রুত, চলেও গেছে দ্রুত।

গতকাল সন্ধ্যা সাতটার দিকে সিত্রাংয়ের অগ্রভাগ বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এরপর রাত নয়টার পর মূল অংশ আঘাত হানে। রাত একটার মধ্যেই উপকূল মোটামুটি পরিষ্কার হয়ে যায়।