বায়ুদূষণের মারাত্মক স্বাস্থ্যগত প্রভাব আছে। বায়ুদূষণ ঢাকাবাসীকে কতটা ভোগাচ্ছে, তা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। কিন্তু এ থেকে পরিত্রাণে সরকারি সংস্থাগুলোর কার্যকর কোনো তৎপরতা নেই। এর মধ্যে গত জানুয়ারিতে রাজধানীতে এক সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বায়ুদূষণের জন্য দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে ‘বৃষ্টি হলে দূষণ কমে যাবে’ বলে প্রকৃতি আর ভবিতব্যের কাছে বিষয়টি ছেড়ে দেন তিনি। বাস্তবে হয়েছেও তা-ই। গতকাল রাজধানীতে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, এ বছর এটিই সর্বোচ্চ বৃষ্টি। আর এতে বায়ুদূষণ বেশ কমেছে।
আজ সোমবার সকাল ১০টায় বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪৭তম। অথচ গতকাল সকালে ঢাকা ছিল বায়ুদূষণের শীর্ষে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৭৬। বাতাসের মান ‘মাঝারি’।
ঢাকার আজকের বায়ু মান নিয়ে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান আহমদ কামরুজ্জমান মজুমদার প্রথম আলোকে বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে আমাদের কোনো উদ্যোগ যে সফল হচ্ছে না, এটা প্রমাণিত হয়েছে। তাই আমাদের প্রকৃতির ওপরই নির্ভর করতে হচ্ছে। বৃষ্টির ফলে আজকের ঢাকার অপেক্ষাকৃত নির্মল বায়ু এই বাস্তবতাকে তুলে ধরল।
আজ সকাল ১০টায় ভারতের লাহোর বিশ্বে বায়ুদূষণের শীর্ষে ছিল। স্কোর ২২২। আর ১৯২ স্কোর নিয়ে বায়ুদূষণের দ্বিতীয় স্থানে আছে চীনের বেইজিং। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার ইনচিওনের স্কোর ১৮৫। আর ১৭৬ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি আছে চতুর্থ স্থানে। ইরাকের বাগদাদ আছে পঞ্চম স্থানে, স্কোর ১৭৫।
ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ। এ ধারা এখনো অব্যাহত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি—বছরের চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।