চট্টগ্রাম, মোংলা, পায়রা বন্দরসহ কক্সবাজার উপকূলকে সংকেত নামিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার সকাল ১০টায় সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি-সংক্রান্ত এক বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর এ নির্দেশ দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, তিন সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই।
তবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত মাছ ধরার সব নৌকা-ট্রলারকে আজ সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ গত সোমবার ঘূর্ণিঝড় ‘হামুনে’ রূপ নেয়। ঘূর্ণিঝড় সৃষ্টির পর তা দ্রুত বাংলাদেশ উপকূলের দিকে এগোতে থাকে।
ঘূর্ণিঝড়টি গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপকূল অতিক্রম শুরু করে। দিবাগত রাত একটায় ‘হামুন’ উপকূল অতিক্রম শেষ করে। এটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়।
হামুনের প্রভাবে ঝোড়ো হাওয়ায় দেয়াল ও গাছচাপা পড়ে কক্সবাজার জেলায় দুজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
হামুনের কারণে গতকাল আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলেছিল। মোংলা বন্দরকে দেখাতে বলেছিল ৫ নম্বর বিপৎসংকেত। এ ছাড়া কক্সবাজারকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অধিদপ্তর।