বৃষ্টি
বৃষ্টি

বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

সাগরের গভীর নিম্নচাপের কারণে দেশজুড়ে যে বৃষ্টি শুরু হয়েছিল, আজ সোমবার থেকে তা কমতে শুরু করেছে। আগামীকাল মঙ্গলবার বৃষ্টি আরও কমে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। পাশাপাশি এ মাসে আর টানা বৃষ্টির সম্ভাবনা কম বলেও মনে করছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তরের সোমবার সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সপ্তাহখানেকের প্রচণ্ড গরমের পর ৯ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবেই এ বৃষ্টি হয়। তবে আজ বৃষ্টি অনেকটা কমে আসে।

আজ দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় খুলনায়—১৩১ মিলিমিটার। আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল মানিকগঞ্জের আরিচায়—১৮৯ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এর মধ্যে ৩২টি স্টেশনে বৃষ্টি হয়। এর আগের ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছিল ৪৯টি স্টেশনে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ প্রথম আলোকে বলেন, বৃষ্টি কমে আসতে শুরু করেছে। মঙ্গলবার বৃষ্টি আরও কমে যেতে পারে। আর এতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে—৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইল ও বান্দরবানে—২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর প্রথম আলোকে বলেন, আপাতত বেশি বৃষ্টির সম্ভাবনা কম। আর বৃষ্টি কমে আসায় তাপমাত্রা বাড়তে পারে।