মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। আর এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় এখন বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে আছে ঝোড়ো হাওয়া। গত শনিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। এর মধ্যে গতকাল রোববার রাজধানীতে এক দিনে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বয়ে গেছে দেশের বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় চার বিভাগে মাঝারি থেকে মাঝারি ও ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দিনাজপুরে। এর পরিমাণ ছিল ৯০ মিলিমিটার। এ ছাড়া শেরপুরে ৫৯ এবং ফেনীতে ৫২ মিলিমটার বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ বিকেলে প্রথম আলোকে বলেন, আজ যে পরিমাণ বৃষ্টি হয়েছে কাল তা কমে আসবে। আজ আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। কাল চার বিভাগের অনেক জায়গায় হতে পারে। বাকি চার বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে।
আজ রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সকালের দিকে সামান্য বৃষ্টি হলেও পরে রোদের মুখ দেখা গেছে। তবে দিনের বিভিন্ন সময় মেঘ আর রোদের খেলা দেখা গেছে।
আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, কালও রাজধানীর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে—১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩০ ডিগ্রি সেলসিয়াস।