আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর

রাজধানীসহ বিভিন্ন স্থানে তাপমাত্রা সামান্য কমল

রাজধানীতে গতকাল বৃহস্পতিবার রাতে বহু কাঙ্ক্ষিত বৃষ্টি হয়েছে। আর তাতে তাপমাত্রা খানিকটা কমেছে। খুলনা বিভাগ ছাড়া দেশের প্রায় সবখানেই তাপমাত্রা কমেছে গতকালের চেয়ে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শনিবারও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রোববার তাপমাত্রা আবার বাড়তে পারে। পরদিন সোমবার অবশ্য তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস।

এপ্রিল মাসজুড়ে তাপপ্রবাহের ধারা চলতি মে মাসের শুরু থেকেও আছে। তবে দুই দিন আগে থেকে দেশের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে থাকে। গতকাল রাত প্রায় ১২টার দিকে রাজধানীতে প্রচণ্ড শব্দে মেঘ ডাকতে শুরু করে, সঙ্গে ছিল বিদ্যুতের ঝলকানি। এরপর বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, রাজধানীতে গতকাল ১০ মিলিমিটার বৃষ্টি হয়। এর আগে রাজধানীতে সর্বশেষ বৃষ্টি হয়েছিল ১৭ এপ্রিল, তা-ও মাত্র এক মিলিমিটার।

গতকাল দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় রাঙামাটিতে, ৬৭ মিলিমিটার। এ ছাড়া ফেনীতে ৩১ মিলিমিটার, কুমিল্লায় ২৪ মিলিমিটার ও সন্দ্বীপে ১৫ মিলিমিটার বৃষ্টি হয়। চট্টগ্রাম বিভাগের আরও কয়েকটি স্থানে এবং সিলেটেও বৃষ্টি হয় গতকাল।

এই বৃষ্টির ফলে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা আজ কমেছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি আজ প্রথম আলোকে বলেন, পশ্চিমাঞ্চলের জেলাগুলো ছাড়া আজ দেশের প্রায় সবখানে তাপমাত্রা কমেছে। বরিশাল বিভাগে তাপমাত্রা আগের দিনের মতোই আছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকালও দেশের সর্বোচ্চ তাপমাত্রা একই রকম ছিল, তবে তা ছিল চুয়াডাঙ্গায়।

আজ রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, আগামীকাল দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন রোববার অবশ্য তাপমাত্রা অনেকটা বাড়তে পারে। তবে সোমবার তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর এর আগে জানিয়েছিল, রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, মে মাসে দেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা হলো ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, মে মাসে স্বাভাবিক বৃষ্টিই হতে পারে। দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।