আজ মঙ্গলবার সকালেই ঢাকায় এমন রোদের হাসি দেখা গেছে। ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে তোলা
আজ মঙ্গলবার সকালেই ঢাকায় এমন রোদের হাসি দেখা গেছে। ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে তোলা

ঢাকার আকাশে আজ রোদের হাসি, তাপমাত্রা বেড়েছে নানা জেলায়

টানা প্রায় দুই দিন পর ঢাকার আকাশে রোদের হাসি। শুধু ঢাকাই নয়, দেশের বিভিন্ন স্থানে আজ শনিবার সকাল থেকে ঘন কুয়াশা কমতে শুরু করেছে । দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রাও কিছুটা বেড়েছে। তবে রাজধানীতে তাপমাত্রা সামান্য কমেছে।

সুখবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরও। আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি কমবেশি এমনটাই থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। এরপর দেশের অন্তত তিন বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এই বৃষ্টির পর দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। পরে তা তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

গতকাল শুক্রবার দেশের অন্তত ১৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৩°ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালের তুলনায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে গেছে।

তবে ঢাকায় আজ তাপমাত্রা খানিকটা কমেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ প্রথম আলোকে বলেন, শুধু রাজধানী নয়, দেশের প্রায় বেশির ভাগ অঞ্চল থেকে প্রায় তিন দিন ধরে চলা যে ঘন কুয়াশা, সেটা অনেকটা কমে গেছে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহের বিস্তৃতিও কমে গেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এমন অবস্থা চলতে পারে। আগামী মঙ্গল অথবা বুধবারে রংপুর সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে। ক্রমে তা তীব্র শৈত্যপ্রবাহের রূপ নিতে পারে।

গত ডিসেম্বর মাসে দেশে স্বাভাবিক শীত পড়েনি। আবহাওয়াবিদেরা বলছেন, ওই মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ থাকার কারণে শীত তুলনামূলক কম ছিল। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বরে স্বাভাবিকের চাইতে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল। তবে মাসের শেষ দিক থেকে শীত পড়তে শুরু করে। আর এর মধ্যে ঘন কুয়াশা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেয়।