আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে বিশ্বের ১০০টি শহরের মধ্যে বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান ১০ম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১২২। বাতাসের এই মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে রয়েছে বৃদ্ধ, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। গতকাল বুধবার প্রায় একই সময় ঢাকার স্কোর ছিল ১৭৬।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
আজ সকাল সাড়ে ৯টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ভারতের দিল্লি, স্কোর ছিল ৩০৮। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২০৮।
ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। এই বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ, সেগুলোর মধ্যে আছে ঢাকার মার্কিন দূতাবাস, সাভারের হেমায়েতপুর এলাকা ও আরামবাগ এলাকা।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৮ শতাংশ বেশি।
এ পরিস্থিতিতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে যাঁরা আছেন, তাঁদের অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম যতটা সম্ভব এড়াতে হবে এবং ঘরের জানালা বন্ধ রাখতে হবে।