পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বদলে একটি চারা গাছ অথবা একটি কলম পাওয়া যাচ্ছে। ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলায় বিডি ক্লিন ময়মনসিংহ-এর স্টলে এ উপহার মিলছে। পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ বন বিভাগ এ উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ময়মনসিংহ।
গতকাল শুক্রবার বিকেলে ময়মনসিংহে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ বৃক্ষমেলায় সার্বিক সহযোগিতা করছে ময়মনসিংহ জেলা প্রশাসন।
বিডি ক্লিন ময়মনসিংহের স্টলে গিয়ে আজ শনিবার দুপুরে কথা হয় সদস্যদের সঙ্গে। তাঁরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল উদ্যানে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা শান্তি মেলা নামে একটি মেলার আয়োজন করে। ওই মেলায় প্রথম বিডি ক্লিন ময়মনসিংহ পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে একটি করে চারা গাছ উপহার দেয়। ওই সময় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে এ ধারণা নিয়ে ময়মনসিংহের বাইরের কয়েকটি জেলায় পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বদলে চারা গাছ উপহার দেওয়া হয়।
সদস্যরা আরও বলেন, মেলায় সব বয়সী মানুষ আসে। মূলত প্লাস্টিকের বোতল যত্রতত্র ফেলা পরিবেশের জন্য হুমকি—এ বিষয়ে সচেতনতার লক্ষ্যে বোতলের বদলে চারা গাছ দেওয়া হচ্ছে। মেলায় ঘুরতে আসার পর মানুষ পানির বোতল কেনে। পানি পান করা শেষ হয়ে গেলে ওই বোতল যত্রতত্র না ফেলে বিডি ক্লিনের স্টলে জমা দেওয়ার জন্য অনুরোধ করেন সদস্যরা। গতকাল শুক্রবার মেলায় মোট ৩৫০টি প্লাস্টিকের বোতল জমা পরে। ৫০টি বোতলের বদলে চারা গাছ ও বাকি ৩০০ বোতলের বদলে কলম উপহার দেওয়া হয়। বন বিভাগ প্রতিদিন বিডি ক্লিনের স্টলে ৫০টি চারা গাছ এ কাজের জন্য বরাদ্দ দেবে। গতকাল শুরু হওয়া মেলা চলবে ১৫ দিন।
বিডি ক্লিনের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক মতিউর রহমান ফয়সাল বলেন, এ উদ্যোগে মানুষের যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। মানুষ পরিবেশ সচেতনতার বিষয়টি বুঝতে পারছে।