সারা দেশে ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ৩০ মার্চ থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ আরিফ হোসেন গতকাল মঙ্গলবার এ কথা জানান।
আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, গত কয়েক দিনের আবহাওয়া পরিস্থিতিতে বজ্র বা বৃষ্টিপাতের প্রবণতা থাকলেও সামনের কয়েক দিন তাপমাত্রা বৃদ্ধি পাবে।
পরে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ
গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়।