বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে, তাপমাত্রা কমতে পারে

ফাইল ছবি। প্রথম আলো।

প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছিল রাজধানীবাসীর। শুধু রাজধানী নয়। সারা দেশই গরমে পুড়েছে। গতকালের বৃষ্টি শহরবাসীর চলাচলে বিঘ্ন ঘটালেও তাপ থেকে স্বস্তি দিয়েছে। তবে ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা কম। দেশের অন্যত্র বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে এর পরিমাণ কম হবে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র আজ মঙ্গলবার সকালে এসব তথ্য জানিয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাসসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল, সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ মঙ্গলবারের মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল দিয়ে ভূখণ্ডে উঠে পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান আজ প্রথম আলোকে বলেন, নিম্নচাপটি অনেক দূরবর্তী ছিল। নিম্নচাপ আসার আগে প্রচণ্ড গরম পড়েছিল। এখন গরম একটু কমেছে। তাপমাত্রা এখন কমতে থাকবে।

আব্দুর রহমান বলেন, রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা কম। দেশের অন্যত্র কিছু বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে কিছু বৃষ্টি হতে পারে।

আগামী ২০ অক্টোবরের দিকে আবার একটি নিম্নচাপ আসতে পারে বলে জানান আবহাওয়াবিদ রহমান।

আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’।