মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডশনের উদ্যোগে একটি শঙ্খিনী সাপ ও দুটি বনবিড়াল অবমুক্ত করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে জানকিছড়া–সংলগ্ন বনে প্রাণীগুলো অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন, বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রমুখ।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, লোকালয়ে ধরা বন বিড়াল ও শঙ্খিনী সাপ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে দানের পর লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।