এই শীতই শীত না...

ঘূর্ণিঝড় ‘ফেথাই’ সারা দেশে মেঘলা আকাশ আর বৃষ্টি নিয়ে আসে। হুট করে শীত বেড়ে যায়। এতে নির্বাচনের প্রচারে কিছুটা ভাটা পড়বে বলে মনে হলেও সে রকম কিছু হয়নি। ফেথাই বিদায় নিয়েছে। আকাশের চনমনে রোদের ঝিলিক। কিন্তু শীত কমেনি। আবহাওয়া অধিদপ্তর শীত আরও বাড়বে বলে আভাস দিয়েছে।

গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে—১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায়ও তাপমাত্রা বেশ কমেছে। গতকাল ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, আজ তা ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকালের পূর্বাভাস থেকে জানা গেছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের বেলা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে।

এ মাসের শেষ দিকে সারা দেশে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।