জয়নুল আবদিন ফারুক
জয়নুল আবদিন ফারুক

সম্পদের হিসাব জমা না দেওয়ার মামলা থেকে খালাস পেলেন জয়নুল আবেদীন ফারুক

২৪ বছর আগে দায়ের করা সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।

ঢাকার বিভাগীয় স্পেশাল জজ এস এম জিয়াউর রহমান মঙ্গলবার এই রায় দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন জয়নুল আবেদীন ফারুকের আইনজীবী বোরহানউদ্দিন।

আইনজীবী বোরহানউদ্দিন বলেন, ১৯৯৯ সালে জয়নুল আবেদীন ফারুক যখন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ছিলেন, তখন দুর্নীতি দমন ব্যুরো তাঁকে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার নোটিশ দেয়। তখন জয়নুল আবেদীন অন্য একটা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। ফলে তিনি দুর্নীতি দমন ব্যুরোর কোনো নোটিশ পাননি। আদালত তিনজনের সাক্ষ্য নিয়ে মামলা থেকে জয়নুল আবেদীন ফারুককে খালাস দিয়েছেন।

দুদক ও আইনজীবী-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার অভিযোগে ২০০০ সালের ১৯ জানুয়ারি ২০০০ সালে দুর্নীতি দমন ব্যুরোর তৎকালীন পরিদর্শক আমিনুল ইসলাম মামলা করেন। আর মামলাটি তদন্ত করে ২০০১ সালের ১৭ জুন জয়নুল আবেদীন ফারুকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগপত্র জমা দেওয়ার পাঁচ বছর পর ২০০৬ সালের ২৩ মার্চ অভিযোগ গঠন করেন আদালত।