জাতীয় নাগরিক কমিটি
জাতীয় নাগরিক কমিটি

আরও চার থানা–উপজেলায় জাতীয় নাগরিক কমিটি গঠন

সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে দেশের আরও দুই থানা ও দুই উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। থানা দুটি হলো রাজধানী ঢাকার মিরপুর ও সাভার। আর উপজেলা দুটি হলো, নারায়ণগঞ্জের সোনারগাঁও ও বরিশালের বাকেরগঞ্জ।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) ও গতকাল বুধবার (২৭ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি গঠনের কথা জানানো হয়েছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন কমিটিগুলো অনুমোদন করেছেন।

সর্বশেষ গঠিত এসব কমিটির মধ্যে ২৬ নভেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ৬৯ সদস্যের প্রতিনিধি কমিটি ও ঢাকার মিরপুর থানায় ৬৭ সদস্যের প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। আর গতকাল ঢাকার সাভার থানায় ২৩২ সদস্যের এবং বরিশালের বাকেরগঞ্জে ৩৫ সদস্যের কমিটি করেছে তারা।

২ নভেম্বর জাতীয় নাগরিক কমিটির ‘থানা পর্যায়ের কমিটি গঠনের নির্দেশনা’ অনুযায়ী, প্রতিটি প্রতিনিধি কমিটি গঠনের ৬০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

৮ নভেম্বর ঢাকার যাত্রাবাড়ী থানায় প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক বিস্তৃতির কার্যক্রম শুরু হয়। সর্বশেষ ঘোষিত কমিটিগুলোসহ এখন পর্যন্ত দেশের ২৫টি থানা ও উপজেলায় জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকার ১৭টি থানায় কমিটি করা হয়েছে। অন্য ৮টি থানা–উপজেলা ঢাকার বাইরের।

৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই অভ্যুত্থানে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। বর্তমানে সংগঠনের কেন্দ্রীয় সদস্যের সংখ্যা ১০৭। জাতীয় নাগরিক কমিটি একটি তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে।