সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে তিন বিচারপতি শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নবনিযুক্ত তিন বিচারপতিকে যথাক্রমে শপথবাক্য পাঠ করান। তাঁরা হলেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। নতুন তিন বিচারপতির শপথ নেওয়ার মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল আটে।
শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক শাহ মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।
শপথ নেওয়ার পর দুপুর ১২টার দিকে আপিল বিভাগের ২ নম্বর বিচারকক্ষে নতুন তিন বিচারপতিকে সংবর্ধনা জানানো হয়। তিন বিচারপতিকে পর্যায়ক্রমে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক সংবর্ধনা জানান। তাঁরা তিন বিচারপতির কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। সংবর্ধনা অনুষ্ঠানে নতুন তিন বিচারপতি বক্তব্য দেন। এরপর তিন বিচারপতি বিচারিক কাজে অংশ নেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, বেলা তিনটায় নতুন তিন বিচারপতি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তিন বিচারপতি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
এর আগে সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত তিনজন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার জারি করে আইন মন্ত্রণালয়। শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।