পুলিশের ‘কন্টাক্ট পারসন’ হিসেবে শহিদুর রহমানের নাম ঘোষণা

পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়ায় বিভিন্ন ইউনিটের কার্যক্রম চালু রাখতে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এ কে এম শহিদুর রহমানকে ‘কন্টাক্ট পারসন’ হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করার ঘোষণা এসেছে।

পুলিশের চাকরিচ্যুত উপমহাপরিদর্শক (ডিআইজি) খান সাঈদ হাসান এই ঘোষণা দিয়েছেন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে চাকরিচ্যুত ডিআইজি খান সাঈদ হাসান নির্যাতিত, নিগৃহীত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এই ঘোষণা দেন বলে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আজ পুলিশ অফিসার্স মেস ঢাকায় স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনকালে নিগৃহীত, চাকরিচ্যুত, অন্যান্যভাবে বঞ্চিত পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে দেশের সামগ্রিক পরিস্থিতি ও বাংলাদেশ পুলিশের সংকট নিয়ে বিশদ আলোচনা করা হয়। সারা দেশব্যাপী থানা ও পুলিশ লাইনসে পুলিশ হত্যা এবং ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করা হয় এবং ক্ষয়ক্ষতি নিয়ে করণীয় বিষয়ে আলোচনা হয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিদ্যমান পরিস্থিতিতে পুলিশের “চেইন অব কমান্ড” ভেঙে পড়ার পরিপ্রেক্ষিতে পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম চালু রাখার লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে পুলিশের সব ইউনিটের সঙ্গে যোগাযোগের কন্টাক্ট পারসন হিসেবে সর্বসম্মতভাবে মনোনীত করা হয়েছে। পুলিশের সব ইউনিটকে অতিরিক্ত মহাপরিদর্শক শহিদুর রহমানের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হলো।’