সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২০ এপ্রিল, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

দেশেই তৈরি হলো জৈবপ্রযুক্তির ওষুধ

কাকন নাগ ও নাজনীন সুলতানা
কাকন নাগ ও নাজনীন সুলতানা

জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি ব্যবহার করে দেশে প্রথম ওষুধ তৈরি করেছেন একদল বিজ্ঞানী ও গবেষক। এই ওষুধ চিকিৎসকেরা ব্যবহারও করছেন। বিশেষজ্ঞ চিকিৎসক ও ওষুধবিজ্ঞানীরা বলছেন, নতুন এই উদ্যোগ সহায়তা পেলে দেশের ওষুধশিল্প আরও সমৃদ্ধ হবে।
বিস্তারিত পড়ুন...

দিয়াবাড়ির খালে তাহলে এত অস্ত্র কারা ফেলেছিল

২০১৬ সালের জুনে উত্তরার দিয়াবাড়ি এলাকার খাল থেকে উদ্ধার করা হয় বিপুল অস্ত্র ও গোলাবারুদ

ঘটনাটি ঘটেছিল আট বছর আগে। রাজধানীর উত্তরার দিয়াবাড়ির খাল থেকে উদ্ধার করা হয়েছিল বিপুল অস্ত্র, গুলি ও বিস্ফোরক। এত বছরেও এ ঘটনায় কোনো মামলা হয়নি। ওই ঘটনায় নগরীর তুরাগ থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। সেই জিডিগুলোর সম্প্রতি চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।
বিস্তারিত পড়ুন...

সুবিধাজনক অবস্থানে মোদি, কিন্তু ৪০০ পার হবে কীভাবে

বিজেপির নির্বাচনী ইশতেহার হাতে নরেন্দ্র মোদি

এত নিরুত্তাপ লোকসভা ভোট ভারতে আগে হয়নি। এমনও হয়নি, ভোট শুরুর আগেই সংসদে প্রধানমন্ত্রী আগাম জয় ঘোষণা করছেন। শুধু কি তা–ই? ৪০০- এর বেশি আসনে জিতে এনডিএ জোট ক্ষমতায় আসবে বলে জানিয়েছেন তিনি। প্রতিদিন তা মনেও করিয়ে দিচ্ছেন। বৃহত্তম গণতান্ত্রিক দেশে এমন নিশ্চিন্তে এত কঠিন ও বৈচিত্র্যপূর্ণ ভোটের মোকাবিলা আগে কাউকে করতে দেখা যায়নি। ১০ বছর ক্ষমতায় থেকেও নরেন্দ্র মোদি এত নিরুদ্বিগ্ন।
বিস্তারিত পড়ুন...

ইসরায়েলের হামলা নয় বলে ইরান কিসের ইঙ্গিত দিচ্ছে

ইরানের ইস্পাহান শহরের জারদানজান এলাকায় একটি পারমাণবিক স্থাপনায় নিরাপত্তায় নিয়োজিত সামরিক বাহিনীর সদস্যরা। ১৯ এপ্রিল, ২০২৪

ইরানের ইস্পাহান শহরে বিস্ফোরণের ঘটনাকে বিভিন্ন সূত্র ইসরায়েলি হামলা বলে উল্লেখ করলেও ইরান সেই বক্তব্য নাকচ করে দিয়েছে। এটি বাইরের দেশের হামলা নয় বলে ইতিমধ্যে ইরানের গণমাধ্যম খবর প্রকাশ করেছে। এ অবস্থায় তেহরান ওই বিস্ফোরণের ঘটনার পাল্টা জবাব দেবে না বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিস্তারিত পড়ুন...

কিশোর গ্যাংয়ের টর্চার সেল

১৮ এপ্রিল প্রথম আলোর শেষ পাতায় প্রকাশিত নির্মাণাধীন সরকারি ভবনের ছবিটির বিশেষত্ব কী? আওয়ামী লীগ সরকারের আমলে তো অনেক সরকারি ভবন নির্মাণ করা হচ্ছে, অনেক ভবন সংস্কার হচ্ছে। কিন্তু সেসব ভবনের ছবি তো পত্রিকায় ছাপা হয় না। এই ছবি ছাপার বিশেষত্ব হলো স্থানীয় লোকজন এটিকে চেনেন ‘নিশান গ্রুপের (গোলাম রসুল ওরফে নিশান) টর্চার সেল’ নামে।
বিস্তারিত পড়ুন...