দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় সাত দিন বাড়ানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট। দলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত।
আজ রোববার দুপুরে মুক্তিজোটের প্রধান আবু লায়েস ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে স্মারকলিপি দেন। তাতে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করতে মনোনয়নপত্র জমাদানের সময় আরও সাত দিন বাড়ানোর দাবি করা হয়।
১৫ নভেম্বর তফসিল ঘোষণার পর এই প্রথম কোনো দল ইসির কাছে এ ধরনের দাবি জানাল। এর আগে অবশ্য বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে মনোনয়ন ফরম দাখিলের সময় বাড়ানোর দাবি করেছিলেন।
তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। ভোট হবে আগামী ৭ জানুয়ারি।