শুভ সন্ধ্যা। আজ শুক্রবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল আহত মানুষের ঢল নেমেছিল উত্তরার সাত হাসপাতালে খবরটি। পাশাপাশি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে উৎপল শুভ্রের লেখাটি নিয়েও পাঠকের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
উত্তরায় সংঘর্ষের দিনগুলোতে সেখানকার সাতটি হাসপাতালে চিকিৎসা নেন অন্তত ৮৬৭ জন। মরদেহ আনা হয়েছিল ২৯টি। বিস্তারিত পড়ুন...
‘গ্রেটেস্ট শো’ কেন? কিছু সংখ্যা থেকেই পেয়ে যাবেন এই প্রশ্নের উত্তর। আজ শুরু হতে যাওয়া প্যারিস অলিম্পিকে উড়বে ২০৬টি দেশের পতাকা। ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন ১০ হাজার ৫০০ জন অ্যাথলেট। বিস্তারিত পড়ুন...
কোটা সংস্কারের আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার সকালে রংপুরের পীরগঞ্জের গিয়ে তাঁর মা-বাবার হাতে সাড়ে সাত লাখ টাকার একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল। বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্রে থাকা সামিনা চৌধুরী জানালেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী ইজাজ খান স্বপনসহ গিয়েছিলেন শাফিন আহমেদকে দেখতে। হাসপাতালে তাঁদের থাকার অনুরোধ করেছিলেন বলেও জানালেন সামিনা চৌধুরী। ফেসবুক পোস্টে সামিনা লিখেছেন, ‘রবিন এবং ভার্জিনিয়ার স্বপ্নবাজের অনুষ্ঠান আয়োজকদের একজন পল্লব জানালেন, শাফিন ভাই আর নেই!’ বিস্তারিত পড়ুন...
কিন্তু আজ ডাম্বুলায় শেষ চারের লড়াইয়ে টুর্নামেন্ট ফেবারিট ভারতের বিপক্ষে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের সেই টপ অর্ডার। টেনেটুনে কোনোরকমে ৮ উইকেটে বাংলাদেশ করতে পারে ৮০ রান। ১১ ওভারেই কোনো উইকেট না হারিয়ে সেই রান পেরিয়ে যায় ভারত। বিস্তারিত পড়ুন...