মুন্সিগঞ্জে পাখি সম্মেলন

বার্ড বাংলাদেশ এবং নেচার কনজারভেশন কমিটি এ আয়োজনের উদ্যোক্তা
ছবি: সংগৃহীত

দেশে প্রথম জাতীয় পর্যায়ে পাখি সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার মুন্সিগঞ্জের সরদারপাড়ার নিসর্গ অঙ্গনে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বার্ড বাংলাদেশ এবং নেচার কনজারভেশন কমিটি এ আয়োজনের উদ্যোক্তা।

বেলা ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন বন বিভাগের সাবেক সিসিএফ ইসতিয়াক আহমেদ। সভাপতিত্ব করবেন সাবেক সচিব আবদুল্লাহ হারুন পাশা। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বন বিভাগের সাবেক ডিসিসিএফ তপন দে, সংরক্ষণ বিজ্ঞানী ও সিএআরআইএনএম-এর প্রেসিডেন্ট এস এম রশিদ, বিশ্বব্যাংকের পরিবেশ শাখার প্রধান ইসতিয়াক সোবহান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দুলন রায় বাপ্পি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বার্ড বাংলাদেশের সভাপতি শাজাহান সরদার জানান, বাংলাদেশে পাখি বিষয়ক আগের ও বর্তমানের গবেষণা, অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ, শিক্ষা ও চাকরির সুযোগ, তহবিল গঠন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্মেলনে আলোচনা হবে।