খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী আর নেই। আজ রোববার বেলা ২টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন। খ্যাতিমান এই চিত্রশিল্পীর মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাঁর ছেলে সুরজিৎ রায়চৌধুরী।
সুরজিৎ রায়চৌধুরী জানান, গত তিন দিন তাঁর বাবার শরীরের অবস্থার অবনতি হয়। জ্বর কোনোক্রমেই নামছিল না। ৫ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ছিলেন। এক সপ্তাহ পর তাঁকে বাসায় নেওয়া হয়। ১৫ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন আবার তাঁকে হাসপাতাল ভর্তি করা হয়। আজ সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
সমরজিৎ রায়চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে। চিত্রকলায় অবদানের জন্য ২০১৪ সালে তিনি একুশে পদক পেয়েছেন।
সমরজিৎ রায় চৌধুরীর মরদেহ আজ রাতে বারডেমের হিমঘরে রাখা হবে। কাল সোমবার সকাল ১০টা থেকে ১১টা শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে রাখা হবে। আর বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তাঁর মরদেহ রাখা হবে শহীদ মিনার প্রাঙ্গণে। এরপর রাজধানীর সবুজবাগ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
বরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সমরজিৎ রায় চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।