সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩০ নভেম্বর, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ভয়েস অব আমেরিকার জরিপ: সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি ‘নিরাপত্তা’ পাচ্ছে

জরিপ নিয়ে ভয়েস অব আমেরিকা (ভিওএ) বাংলায় প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট
ছবি: ভিওএর ওয়েবসাইট থেকে নেওয়া

ভয়েস অব আমেরিকা (ভিওএ) বাংলার এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন, অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম ও অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ করা গেছে। বিস্তারিত পড়ুন...

পুলিশ বলেছে, চট্টগ্রামে আইনজীবী হত্যায় অংশ নেন ২৫-৩০ জন

চট্টগ্রামে সহকারী সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গতকালও কর্মবিরতি পালন করেন আইনজীবীরা। এ সময় তাঁদের সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে মানববন্ধন করেন। গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে

সাদা শার্ট ও কালো প্যান্ট পরা একজন রাস্তায় পড়ে আছেন। আশপাশে ২৫-৩০ জন যুবক। একজনের পরনে কমলা রঙের গেঞ্জি, কালো প্যান্ট, মাথায় ছাই রঙের হেলমেট। পড়ে থাকা ওই ব্যক্তিকে কিরিচ দিয়ে কোপাতে থাকেন এই হেলমেটধারী। অন্য আরও তিন-চারজন তাঁকে পেটাচ্ছেন। এটি পুলিশের সংগ্রহ করা একটি ভিডিওর চিত্র। বিস্তারিত পড়ুন...

কলকাতায় উপহাইকমিশনের সামনে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদ ঢাকার

ভারতের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। বিস্তারিত পড়ুন...

শাশুড়ির কিনে দেওয়া ল্যাপটপে ফ্রিল্যান্সিং, পপির মাসিক আয় ৩ লাখ টাকা

পপি রানী সিন্‌হা

২০১৯ সালের কথা! স্বামীর সঙ্গে ঢাকায় আসেন পপি। বেশ কটা সরকারি চাকরির পরীক্ষা দেন। কিন্তু ফলাফল শূন্য। আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকে। কষ্টার্জিত শিক্ষাসনদগুলোকে ঠুনকো মনে হয়। একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন। সে সময় ঝোঁকেন অনলাইন ফ্রিল্যান্সিংয়ের দিকে। প্রশিক্ষণ নেন, একসময় টুকটাক কাজও শুরু করেন; কিন্তু শুরুতেই স্বামীর পুরোনো কম্পিউটারটি বিগড়ে বসে। বিস্তারিত পড়ুন ...

নেতানিয়াহুর হুমকি, ইরানের পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে সবকিছু করব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু  

পশ্চিমা দেশগুলো ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটি তার পরমাণু অস্ত্র তৈরির ওপর থেকে নিজ আরোপিত বিধিনিষেধ তুলে নিতে পারে, তেহরানের একজন শীর্ষ কূটনীতিক এ সতর্কবাণী উচ্চারণ করার পর নেতানিয়াহু ওই হুমকি দিলেন। বিস্তারিত পড়ুন...