রাজধানীর মোহাম্মদপুরের ‘চন্দ্রিমা শপিং কমপ্লেক্সে’ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম স্থাপন করবে ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে চন্দ্রিমা হাউজিং সোসাইটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তি অনুযায়ী এই প্রকল্পের জন্য ৮০০ টন মিডিয়া ব্র্যান্ডের লেটেস্ট ভিআরএফ সিস্টেম ভি-৮ সরবরাহ করবে ট্রাইটেক, যা বর্তমান বাজারে প্রচলিত ভিআরএফ সিস্টেমগুলোর চেয়ে ২৮ শতাংশ বেশি বিদ্যুৎ–সাশ্রয়ী।
অনুষ্ঠানে চন্দ্রিমা রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. সরওয়ার খালেদ এবং ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ আসিফুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় চন্দ্রিমা রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর মো. নাজিব আমজাদ ও ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর রাজীব রায়হান উপস্থিত ছিলেন।