চট্টগ্রামের রাউজানের একটি খালে মুখে রক্তাক্ত অবস্থায় বাঁশের ভেলায় আটকে ছিল এক মাদ্রাসা অধ্যক্ষের লাশ। তাঁর নাম মাওলানা মুহাম্মদ আবু তাহের (৫০)।
আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের কালাচাঁদ চৌধুরী সেতুর পাশে হালদা সংযুক্ত সর্তাখাল থেকে আবু তাহেরের লাশ উদ্ধার করে রাউজান থানার পুলিশ।
আবু তাহের গত শনিবার রাতে খাবার খেয়ে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। এর তিন দিন পর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে খালে তাঁর লাশ পাওয়া গেল।
নিহত আবু তাহের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকবর শাহ (রা.) পাড়ার প্রয়াত আবদুল মান্নানের ছেলে। তিনি স্থানীয় হযরত নোঁয়াজগাজী শাহ সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত আবু তাহেরের লাশ আজ বিকেলে ঘটনাস্থলে বাঁশের ভেলার সঙ্গে আটকে থাকা অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, লাশের মুখ দিয়ে রক্ত ঝরছিল। তাঁদের ধারণা, লাশটি জোয়ারের পানিতে ভেসে সর্তা খালের পাড়ের বাঁশের ভেলায় আটকে যায়।
নিহত আবু তাহেরের স্ত্রী জেসমিন আকতার বলেন, গত শনিবার রাতে খাবারের পর ঘর থেকে বের হন তিনি। এরপর আর ফিরে আসেননি। খালে লাশ পাওয়ার খবর পেয়ে এখানে এসে দেখেন, সেটা তাঁর স্বামীর লাশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মুখ দিয়ে রক্ত ঝরছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ঘটনাটির সঠিক কারণ জানা যাবে।