সম্প্রতি রাজধানীর হাতিরপুলে নিজেদের প্রথম এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার চালু করেছে মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড ‘ফ্রেশ সিরামিকস’।
গত মঙ্গলবার (২৬ নভেম্বর) ‘ফ্রেশ সিরামিকস: হাউস অব অ্যাসথেটিকস’ নামের প্রদর্শনী কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) গ্রুপ ডিরেক্টর তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা, ব্যারিস্টার তাসনিম মোস্তফা, এক্সিকিউটিভ ডিরেক্টর ও এক্সপোর্ট প্রধান সামিরা রহমান এবং মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিওও এ কে এম জিয়াউল ইসলামসহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।
নান্দনিক জীবনযাপনের নতুন মাত্রা যোগ করার লক্ষ্যে নির্মিত দুই হাজার বর্গফুটের এই অত্যাধুনিক প্রদর্শনী কেন্দ্রটি উচ্চমানের টাইলস সংগ্রহের পাশাপাশি গ্রাহকদের জন্য একটি সমন্বিত ডিজাইন অভিজ্ঞতা নিশ্চিত করেছে।
সারা দেশে ৪০টি এক্সক্লুসিভ ডিলার শোরুমের মাধ্যমে সেবা প্রদান করছে ফ্রেশ সিরামিকস। এই প্রথম তাঁদের স্বনির্ভর প্রদর্শনী কেন্দ্র গ্রাহকদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন করল। যার মাধ্যমে টাইলসশিল্পে উদ্ভাবন ও উৎকর্ষের নতুন মানদণ্ড স্থাপন করেছে ফ্রেশ সিরামিকস।