সাংবাদিকতায় ভূমিকার জন্য প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামকে ‘বিটিআই–দ্য ডেইলি স্টার স্টেলার উইমেন অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে কৃতি নারী হিসেবে এ পুরস্কার পেয়েছেন ‘মনের বন্ধু’ নামের মানসিক স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপা।
নির্মাতা প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার যৌথভাবে আজ রোববার এই পুরস্কার দেয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী নারীদের কাজের স্বীকৃতি ও অনুপ্রাণিত করতে গত বছর থেকে ‘বিটিআই–দ্য ডেইলি স্টার স্টেলার অ্যাওয়ার্ড’ দেওয়া হচ্ছে।
এর ধারাবাহিকতায় আজ গুলশানের বিটিআই সেলিব্রেশন পয়েন্টের প্যাভেলিয়ন লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে দুই কৃতী নারীকে পুরস্কৃত করা হয়। তৌহিদা শিরোপাকে পুরস্কারটি দেওয়া হয়েছে সমাজকল্যাণ বিভাগে।
সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে পুরস্কারের প্রেক্ষাপট তুলে ধরেন বিটিআইয়ের কমিউনিকেশন ও ব্র্যান্ড ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক আয়েশা সিদ্দিকা। তিনি জানান, গত বছর জানুয়ারি থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। তাঁদের পরিকল্পনা রয়েছে প্রতি মাসে একটি করে ১২টি ক্ষেত্রে ১২ জন কৃতী নারীকে পুরস্কার দেওয়া হবে। বছর শেষে তাঁদের নিয়ে একটি বড় অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় আজ একসঙ্গে দুটি পুরস্কার দেওয়া হলো।
এর আগে উন্নয়নকাজে শামসিন আহমেদ, প্রযুক্তিতে তাসফিয়া তাসবিন, স্থাপত্যে নাজলি হুসাইন, শিক্ষায় সাদিয়া জাফরিন, সংস্কৃতিতে হৃদি শেখ, করপোরেটে শামিমা আখতার, ক্রীড়ায় সালমা আখতার, কৃষিতে ছকিনা খানম, স্টার্টআপ ও ব্যবসায় উদ্যোগে মনসিতা অরণি এবং লুৎফুন্নাহার পিকি এই পুরস্কার পেয়েছেন সৃজনশীল লেখালেখিতে।
আয়োজকেরা জানান, এই ১০ জন এবং আজ পুরস্কৃত দুইজনসহ মোট ১২ কৃতী নারীকে নিয়ে আগামী ৭ মার্চ বড় আয়োজনে সংবর্ধনা দেওয়া হবে।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে দ্য ডেইলি স্টার–এর সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘আমাদের পুরুষতান্ত্রিক সমাজে একজন নারীর মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে কৃতিত্ব অর্জন করা একই সমান মেধাবী পুরুষের তুলনায় অনেক কঠিন। সামাজিক বাধা ছাড়াও নারীদের সংসার–সন্তানের দায়িত্ব পালন করে তাঁদের পেশাগত কাজ করতে হয়। এটা তাঁদের জন্য খুবই কঠিন। সে কারণে যাঁরা এই কঠিন পরিস্থিতির মধ্যেও নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছেন, তাঁদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা একদিকে যেমন তাঁদের কাজের স্বীকৃতি, তেমনি দেশের বিভিন্ন অঞ্চলে যেসব নারী কাজ করছেন, তাঁদের জন্যও অনুপ্রেরণাদায়ক হবে।’ এই উদ্যোগে বিটিআই এগিয়ে আসায় তিনি তাদের ধন্যবাদ জানান।
বিটিআইয়ের প্রধান ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান বলেন, তাঁর প্রতিষ্ঠানের মূল্যবোধের মধ্যে নারীদের প্রতি সম্মান জানানো অন্যতম পালনীয় বিষয়। নারীরা সাধারণত নীরবে তাঁদের কাজ করে যান। কিন্তু তাঁরা যথোপযুক্ত স্বীকৃতি বা সম্মান পান না। এই ঘাটতির দিকটি বিবেচনা করেই বছরভর নিয়মিতভাবে রাজধানীসহ সারা দেশের নারীদের সম্মানিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটা চলমান থাকবে।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় রোজিনা ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একটা কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে তাঁকে যেতে হয়েছে। এই পুরস্কার প্রাপ্তি তাঁকে পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। আয়োজকদের তিনি ধন্যবাদ জানান।
সাংবাদিক রোজিনা ইসলাম ২০২১ সালের ১৭ মে পেশাগত দায়িত্ব পালন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে আক্রমণের শিকার হন। তাঁকে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখা হয়। পরে তাঁকে শত বছরের পুরোনো ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে’ গ্রেপ্তার দেখানো হয়। তিনি সাত দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান। ওই মামলা নিয়ে এখনো হয়রানির শিকার হচ্ছেন দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদনের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত রোজিনা ইসলাম।
সাংবাদিকতার মাধ্যমে দুর্নীতিবিরোধী লড়াইয়ে ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর রোজিনা ইসলামকে ২০২২ সালের অ্যান্টিকরাপশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড দেয়। এর আগের বছর সাহসী সাংবাদিকতার জন্য তাঁকে সেরা অদম্য সাংবাদিক (মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট) শ্রেণিতে ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড’ দেয় নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেড।
অনুষ্ঠানে তৌহিদা শিরোপা বলেন, ‘মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করাটি বেশ কঠিন। বিশেষত আমাদের দেশে এ বিষয় নিয়ে ভুক্তভোগীরা সাধারণত কিছু বলতে আগ্রহী হন না।’ নানা প্রতিকূলতা অতিক্রম করে তাঁরা তাঁদের কাজ চালিয়ে যাচ্ছেন। কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রাপ্তি তাঁদের উৎসাহিত করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেইলি স্টার–এর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তাজদিন হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিটিআইয়ের কর্মকর্তা হুমায়ারা ঊর্মি।