সহিংসতা মোকাবিলায় শিশুবিষয়ক কমিশন গঠনের দাবি জানিয়েছে এমজেএফ

কন্যাশিশুদের প্রতি চলমান যৌন সহিংসতায় ক্ষোভ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। পাশাপাশি সংগঠনটি  দ্রুত শিশু বিষয়ক পৃথক  কমিশন গঠনের দাবি জানিয়েছে।

আজ মঙ্গলবার মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সই করা বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কন্যাশিশুদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে কার্যকর সমন্বয় বা পদক্ষেপের অভাব রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে ধর্ষণের শিকার শিশুর বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে।

সম্প্রতি রাজধানীতে ৯ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে ধর্ষণের কথা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বলা হয়, ঘটনাটি সমাজে কন্যাশিশুদের প্রতি সহিংসতা ও নিরাপত্তাহীনতার বিষয়টি আবারও সামনে এনেছে। বিবৃতিতে বলা হয়, সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী এ বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে ৭ থেকে ১২ বছর বয়সী ১২ জন কন্যাশিশু ধর্ষণ/গণধর্ষণের শিকার হয়েছে। অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত শিশুদের বিরুদ্ধে ৫২১টি সহিংসতার ঘটনা ঘটেছে।

২০০৬ সাল থেকে শিশু অধিকার নিয়ে কাজ করছে এমজেএফ। তারা অপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে ধর্ষণ, অপহরণ, পাচার ইত্যাদি অপরাধগুলো অজামিনযোগ্য। তবুও আইনের ফাঁকফোকর বা প্রভাব খাটিয়ে অপরাধীরা জামিনে মুক্তি পেয়ে যায়।

এমজেএফ আইনের কার্যকর প্রয়োগ, শিশুদের সুরক্ষা বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, শিশু নির্যাতনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করা এবং সরকার, বেসরকারি সংস্থা এবং স্থানীয় জনগণের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে।