চট্টগ্রাম–১০ (পাহাড়তলী–ডবলমুরিং–হালিশহর–পাঁচলাইশ) আসনের উপনির্বাচনে আজ রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সব কটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছে।
সকাল সাড়ে ৮টায় নগরের নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে ভোটারদের সারি নেই। এ কেন্দ্রে পৌনে ৯টার দিকে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। সকাল সোয়া ৯টা পর্যন্ত কেন্দ্রটিতে ভোট পড়েছে ২২৫টি। এখানে মোট ভোটার ২ হাজার ৩১৯ জন, কেন্দ্রটিতে ভোটকক্ষ রয়েছে ৬টি।
এই কেন্দ্র পরিদর্শন করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। তিনি সাংবাদিকদের জানান, ভোটারদের উপস্থিতি মোটামুটি আছে। শান্তিপূর্ণভাবে ভোট চলছে।
পাশের টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটারদের সারি দেখা যায়নি।
এই উপনির্বাচনে মোট প্রার্থী ছয়জন। তবে ধারণা করা হচ্ছে, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন ও জাতীয় পার্টির প্রার্থী সামশুল আলমের মধ্যে।
নির্বাচনের অপর প্রার্থীরা হলেন—তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালি আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)।
জাতীয় পার্টির প্রার্থী সামশুল আলম আল-জাবের ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দিয়েছেন।
উপনির্বাচনে মোট ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি কক্ষে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। কেন্দ্রগুলোর মধ্যে ৯৫টি সাধারণ, বাকি ৫৯ কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’। গুরুত্বপূর্ণ এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা রয়েছে। ভোটের দিন চার প্লাটুন বিজিবি, র্যাবের চারটি টহল দল ও পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
১৭ জুলাই অনুষ্ঠিত ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে সাড়ে ১১ শতাংশ। এর আগে এপ্রিলে অনুষ্ঠিত চট্টগ্রাম–৮ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১৪ দশমিক ৫৫ শতাংশ। এই উপনির্বাচনেও ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।