দেশে নারী মাদকসেবীর সংখ্যা বাড়ছে। কিন্তু মাদকের চিকিৎসায় পিছিয়ে আছেন তাঁরা। নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি প্রজননস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে মাদক সেবন। এর ফলে একজন নারীর সন্তানধারণ ও লালন–পালন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আজ সোমবার রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ১০ বছর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, নারী মাদকনির্ভরশীলদের চিকিৎসাপ্রক্রিয়াটি পুরুষের তুলনায় বেশ জটিল ও সময়সাপেক্ষ। তাঁদের চিকিৎসা ও প্রতিরোধের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। এ ক্ষেত্রে অভিভাবক ও নীতিনির্ধারকদের বিশেষ ভূমিকা পালন করতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। যা দেশের একমাত্র নারীদের পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র। শুরু থেকে এই চিকিৎসা কেন্দ্র নারীদের মাদকনির্ভরশীলতা, মানসিক ও আচরণগত সমস্যার চিকিৎসা দিয়ে আসছে।
এ সময় চিকিৎসা কেন্দ্রটির মূল প্রতিবেদন উপস্থাপন করেন কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস মজুমদার। এতে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ৭৬২ জন নারী এই কেন্দ্র থেকে চিকিৎসাসেবা নিয়েছেন। গত বছরের তুলনায় এ বছর ইয়াবাসহ একাধিক মাদক গ্রহণকারী নারীর সংখ্যা বেড়েছে। এ ছাড়া ঘুমের ওষুধ, মদ, শিরায় মাদক গ্রহণকারী ও অন্যান্য মাদক গ্রহণকারী নারীও রয়েছেন।
আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের জ্যেষ্ঠ সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন কেন্দ্র ব্যবস্থাপক ফারজানা ফেরদৌস।