ডেঙ্গু
ডেঙ্গু

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৪৮ জন

দেশে আজ শনিবার সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত তিন রোগীর মৃত্যু হয়েছে। তাঁরা সবাই নারী। এ সময় ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৮ জন। এদের মধ্যে পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশু ৩১টি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও একজনের উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে।

নতুন করে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ডিএসসিসিতে ১৯০, ডিএনসিসিতে ১৬৯, ঢাকা মহানগরের বাইরের হাসপাতালগুলোতে ৪৬, বরিশাল বিভাগে ৫৪, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ২৪ জন করে, খুলনা বিভাগে ২০, রংপুর বিভাগে ১২ ও রাজশাহী বিভাগে ৯ জন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ১০৬ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৫৮৯ ডেঙ্গু রোগী। এর মধ্যে চলতি মাসে এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ৭৪৮, মারা গেছেন ২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে শুরু হয় ২০০০ সালে। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ২৪৬ জন এ রোগে আক্রান্ত হন। এ সময় মারা যান ৮৫৩ জন।

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। এ সময় ৩ লাখ ২১ হাজার ১৭৯ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।