সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৯ মার্চ, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

বাংলাদেশে মাথাপিছু খাবার অপচয় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের চেয়ে বেশি

২০২২ সালে বিশ্বে মোট অপচয় হওয়া খাবারের পরিমাণ ১০০ কোটি টনের বেশি
ফাইল ছবি: রয়টার্স

বাংলাদেশে বাসাবাড়িতে একজন ব্যক্তি গড়ে বছরে ৮২ কেজি খাবার অপচয় করেন, যা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও ভারতের চেয়ে বেশি। বিশ্বে ২০২২ সালে মোট অপচয় হওয়া খাবারের পরিমাণ ১০০ কোটি টনের বেশি, যা বিশ্ববাজারে আসা মোট খাবারের পাঁচ ভাগের এক ভাগ।
বিস্তারিত পড়ুন...

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় পুলিশের গুলিতে এক বাংলাদেশি তরুণ (১৯) নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ওই তরুণ পুলিশ সদস্যদের দিকে এক জোড়া কাঁচি নিয়ে তেড়ে গেলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। বুধবার কুইন্সের নিজেদের বাসায় এ ঘটনা ঘটে।
বিস্তারিত পড়ুন...

ভুলভ্রান্তি হতে পারে, প্রতারণা বলাটা দুঃখজনক: ড. ইউনূসের আইনজীবী

সম্মেলনের সমাপনী নৈশভোজে ড. মুহাম্মদ ইউনূসের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পাওয়া ‘ট্রি অব পিস’ পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে বলে মনে করছেন তাঁর আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন। তিনি বলেছেন, ‘উনি (বিদেশে অবস্থানরত ড. ইউনূস) আসলে হয়তোবা বলতে পারবেন। সেখানে হয়তোবা ভুলভ্রান্তি হতে পারে। অথচ এটাকে বলা হচ্ছে প্রতারণা, যা দুঃখজনক।’
বিস্তারিত পড়ুন...

ঢাকার সড়কে সার্জেন্ট পরিচয়ে নিয়ে যাচ্ছেন দামি মোটরসাইকেল, রেখে যাচ্ছেন আরেকটি

দেড় বছরের ব্যবধানে ঢাকায় সার্জেন্ট পরিচয়ে এক ব্যক্তি দুইজনের কাছ থেকে দুটি দামি মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছেন

রাজধানীতে দেড় বছরের ব্যবধানে ট্রাফিক পুলিশের সার্জেন্ট পরিচয় দিয়ে এক ব্যক্তি দুজনের কাছ থেকে দামি মোটরসাইকেল নিয়ে হাওয়া হয়ে গেছেন। এ ঘটনায় মামলা হলেও সার্জেন্ট পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে খুঁজে বের করতে পারেনি পুলিশ।
বিস্তারিত পড়ুন...

ব্যান্ড বাজিয়ে, নেচেগেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণ

নেচেগেয়ে, ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বিএসএমএমইউ’র নতুন উপাচার্য দীন মো. নূরুল হককে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক দীন মো. নূরুল হক। তাঁকে ব্যান্ড বাজিয়ে, নেচেগেয়ে, ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
বিস্তারিত পড়ুন...