সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শনিবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ রাতেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এ সংক্রান্ত খবরগুলো। আরও ছিল কলকাতার নিউ টাউনের বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যা-সংশ্লিষ্ট খবরগুলো। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

ছয় জেলাকে ঘূর্ণিঝড় মোকাবিলায় বিশেষ প্রস্তুতির নির্দেশ

আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিয়ে সভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান
ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে

দেশের ছয় জেলাকে ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই ঘূর্ণিঝড় নিয়ে এ পর্যন্ত প্রাপ্ত পূর্বাভাস ও ভূমি অতিক্রমের সম্ভাব্য এলাকার ভিত্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলা।  বিস্তারিত পড়ুন...

আনোয়ারুল আজীমকে আগেও দুবার খুনের পরিকল্পনা হয়: ডিবি

সংসদ সদস্য আনোয়ারুল আজীম

সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে এর আগে দুবার খুনের পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি জানান, গত জাতীয় নির্বাচনের আগে এবং চলতি বছরের জানুয়ারিতে দেশে এ খুনের পরিকল্পনা করা হয়। বিস্তারিত পড়ুন...

বেনজীর, আজিজ, আনোয়ারুলকে নিয়ে আওয়ামী লীগে অস্বস্তি, দায় কার

আনোয়ারুল আজীম, আজিজ আহমেদ ও বেনজীর আহমেদ

বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সাবেক দুই প্রধান আজিজ আহমেদ ও বেনজীর আহমেদকে ঘিরে দুর্নীতির অভিযোগ, বর্তমান একজন সংসদ সদস্যের হত্যাকাণ্ড—পরপর তিনটি ঘটনা সরকার ও আওয়ামী লীগকে অস্বস্তিতে ফেলেছে। তবে এসব ঘটনার দায় নিতে চাইছেন না ক্ষমতাসীন দলের নেতারা।  বিস্তারিত পড়ুন...

চুরির ঘটনা লুকাতে ও বান্ধবীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে হত্যা করা হয় ফাহিমকে

ফাহিম সালেহ

নিউইয়র্কের নিজ অ্যাপার্টমেন্টে ২০২০ সালের ১৩ জুলাই খুন হয়েছিলেন ফাহিম সালেহ। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া তাঁর ব্যক্তিগত সহকারী টাইরেস হ্যাসপিলের আইনজীবীরা বলেছেন, সালেহর হাজার হাজার ডলার তছরুপ করার পর সেই ঘটনা লুকাতেই তিনি ওই হত্যাকাণ্ড ঘটান। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ফাহিম সালেহ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ছিলেন।  বিস্তারিত পড়ুন...

অনিশ্চয়তা কাটিয়ে চূড়ান্ত দলে তাসকিন

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ

যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত ভালো কোনো খবর পায়নি বাংলাদেশের ক্রিকেট। হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজে নাজমুল হোসেনরা দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছেন। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ খেলতে নামবে ধবলধোলাই এড়ানোর লক্ষ্য নিয়ে।  বিস্তারিত পড়ুন...