নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় লাইটার জাহাজের তেলের ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. সোহেল (৩৮)।
আজ রোববার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
৩ জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে জাহাজের ট্যাংকারে ওই বিস্ফোরণের ঘটনায় আটজন দগ্ধ হন। উপজেলার গাজী সেতুর পাশে দড়িকান্দি ডকইয়ার্ডে নিজস্ব জেটিতে নোঙর করে রাখা ‘ও টি সাংহাই-৮’ নামের জাহাজে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তাজুল ইসলাম লিয়ন (২২), হুমায়ুন কবির (৫৪) ও রুবেল (৩৮) নামের তিনজন মারা যান। ৪ জুন তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দগ্ধ আরেকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগেই ছেড়ে দেওয়া হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বলেন, সোহেলের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
মৃত সোহেলের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মিরপুরে। চার ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।