‘আয়রনম্যান’ আরাফাতের এগিয়ে চলা

‘বাংলাদেশের আয়রনম্যান’ মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত
ফাইল ছবি

১৭ ঘণ্টার মধ্যে টানা ৩.৮ কিলোমিটার সাঁতার কাটতে হয়, ১৮০ কি.মি. পাড়ি দিতে হয় সাইকেল আর ৪২.২ কি.মি. দূরত্ব অতিক্রম করতে হয় দৌড়ে। মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত এই কঠিন চ্যালেঞ্জটি অতিক্রম করেছেন মাত্র ১২ ঘণ্টা ৪৩ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়ে। অর্জন করেছেন ‘বাংলাদেশের আয়রনম্যান’ খেতাব। প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাঁকে নিয়ে তৈরি হয় তথ্যচিত্র ‘আয়রনম্যান আরাফাত’। কেমন চলছে আয়নম্যানের বর্তমান সময়?

মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে খেলাধুলার সঙ্গে যুক্ত হন মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। একসময় পর্বতারোহণে গুরুত্ব দেন। প্রশিক্ষণও নেন। ২০১৩ সালে আয়রনম্যান ট্রায়াথলন সম্পর্কে জানতে পারেন। সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে যে ক্রীড়া—সেটি হলো ট্রায়াথলন। আয়রনম্যানের জন্য নিজেকে প্রস্তুত করতে থাকেন আরাফাত। ২০১৫ সালে বঙ্গোপসাগরে টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত ১৬.১ কিলোমিটার বাংলা চ্যানেল সাঁতার কেটে যান। এখন পর্যন্ত নয়বার আরাফাত বাংলা চ্যানেল সাঁতার সম্পন্ন করেছেন। ২০১৭ সালে দৌড়ে পাড়ি দেন টেকনাফ থেকে তেঁতুলিয়া।

২০১৭ সালে ‘আয়রনম্যান মালয়েশিয়া’ দিয়ে আয়রনম্যান প্রতিযোগিতায় আরাফাতের অংশগ্রহণ শুরু। ২০২১ সালে মোহাম্মদ সামছুজ্জামান আরাফাতকে নিয়ে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তৈরি হয় তথ্যচিত্র ‘আয়রনম্যান আরাফাত’। এরপর আরও অর্জন জমা হতে থাকে আরাফাতের ঝুলিতে। পূর্ণ দূরত্বের সাতটি এবং অর্ধ দূরত্বের (৭০.৩) পাঁচটি—মোট ১২টি আয়রনম্যান প্রতিযোগিতা সম্পন্ন করার পদক এখন আরাফাতের দখলে। এর মধ্যে দুটি আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ (যুক্তরাষ্ট্র ২০২২ ও ফ্রান্স ২০২৩) এবং দুটি  আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ (যুক্তরাষ্ট্র ২০২১ ও ফিনল্যান্ড ২০২৩) রয়েছে। চলতি বছর নেপালের হিমালয় পর্বতমালার অন্নপূর্ণা রেঞ্জে ‘হিমালয়ান এক্স-ট্রাই’ ট্রায়াথলনও সম্পন্ন করেছেন আরাফাত। গত আগস্টে জার্মানির রাজধানী বার্লিনে ‘বিএমডব্লিউ বার্লিন ম্যারাথন ২০২৩’ সম্পন্ন করেছেন।

‘বাংলাদেশের আয়রনম্যান’ মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত

পেশাগত জীবনে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ সামছুজ্জামান আরাফাতের জন্ম ১৯৯০ সালের ১০ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার মুছাপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত বিবাহিত। স্ত্রী সুমাইয়া ইয়াসমিন ও ছেলে মো. আহিয়াশকে নিয়ে তাঁর সংসার।