সুদান থেকে জেদ্দা হয়ে ঢাকায় ফিরলেন ১৩৬ বাংলাদেশি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় ফিরেছেন সুদান ছেড়ে আসা প্রবাসীরা। আজ সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
ছবি: শুভ্র কান্তি দাশ

সংঘাতময় সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে ১৩৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট তাঁদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ তাঁদের স্বাগত জানান। এর আগে গতকাল রোববার সৌদি আরবের বিমান বাহিনীর কয়েকটি বিশেষ ফ্লাইটে সুদান থেকে এসব বাংলাদেশি জেদ্দা বিমানবন্দরে পৌঁছান। সৌদি আরব থেকে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদান ছেড়ে আসা বাংলাদেশিরা সৌদি আরবে পৌঁছালে তাঁদের স্বাগত জানান সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও উপস্থিত ছিলেন।

সংঘাতময় সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করেন। এর মধ্যে যাঁরা দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

উল্লেখ্য, সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।