কক্সবাজারের রামুতে মাদকসহ গ্রেপ্তার ইজিবাইক চালক মো. রিদওয়ান
কক্সবাজারের রামুতে মাদকসহ গ্রেপ্তার ইজিবাইক চালক মো. রিদওয়ান

রামুতে ১ কেজি আইস মাদকসহ এক যুবক গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে ইজিবাইকে করে পাচারের সময় আইস নামে পরিচিত এক কেজি ক্রিস্টাল মেথ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম মো. রিদওয়ান (১৯)। তিনি উখিয়া উপজেলার বাসিন্দা ও ইজিবাইকের চালক।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের মরিচ্যা যৌথ তল্লাশি (চেকপোস্ট) এলাকায় এই মাদকের চালান জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা বলে জানা গেছে।

রামু-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান বলেন, গতকাল রাতে মরিচ্যা যৌথ তল্লাশিচৌকিতে (চেকপোস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সন্দেহজনক একটি ইজিবাইক থামায়। এরপর ইজিবাইকে তল্লাশি করে চালকের পায়ের সঙ্গে বিশেষভাবে লুকানো পাঁচ কোটি টাকার এক কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। এ সময় চালককে গ্রেপ্তার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান আরও বলেন, গ্রেপ্তার যুবককে আসামি করে রামু থানায় একটি মামলা হয়েছে। উদ্ধার করা মাদক ও চালককে পুলিশে সোপর্দ করা হয়েছে।