চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

গুমের ভয় দেখিয়ে জায়গা দখল, চসিকের সাবেক মেয়র রেজাউলের বিরুদ্ধে মামলা

কৃষক দল নেতাকে গুমের ভয় দেখিয়ে চার কোটি টাকার জায়গা দখলের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে নালিশি মামলা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব–এর আদালতে মামলাটি করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সভাপতি এম সাইফুদ্দীন সৈয়দ।

বাদীর আইনজীবী সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন মেয়রের মেয়ে সাবিহা তাসনিম, ভাই নুরুল করিম, তাঁদের নিকটাত্মীয় টিপু রহমান, নজরুল ইসলাম ও মাহমুদুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়েছে, নগরের বহদ্দারহাট এলাকায় সাবেক মেয়রের বাসার পাশে বাদীর চার কাঠা জায়গার ওপর সেমি পাকা দোকান রয়েছেন। এগুলো ভাড়া নেন মেয়রের নিকটাত্মীয় মাহমুদুর রহমান। ২০২১ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে দোকানের ভাড়া পরিশোধ করেননি মাহমুদুর রহমান। ভাড়া চাইলে বাদীকে জায়গাটি বিক্রি করে দিতে বলেন। বেশ কয়েকবার বাদীকে মেয়র নিজেই বিক্রি করে দিতে বলেন। রাজি না হওয়ায় বাদীকে সিলেটের বিএনপির নেতা ইলিয়াস আলীর মতো গুম করারও হুমকি দেন মেয়র।

অভিযোগে আরও বলা হয়, গত বছরের ১৪ সেপ্টেম্বর বাদীকে মেয়রের গাড়িতে তুলে নিয়ে যান নগরের কোতোয়ালি এলাকায় জেলা রেজিস্ট্রার কার্যালয়ে। সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে দুটি পে-অর্ডারের মাধ্যমে চার কাঠা জায়গার দাম দেন ৮৭ লাখ টাকা। কিন্তু জায়গার প্রকৃত মূল্য চার কোটি টাকা। বাকি টাকা চাইলে পরে দেবেন জানান। পরে ওই টাকার জন্য মেয়রের কার্যালয়ে গেলে নাশকতার মামলায় জেল খাটানোর হুমকি দেন তিনি। প্রাণ বাঁচাতে বাদী এত দিন কোনো আইনগত পদক্ষেপ নিতে পারেননি।