কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া সড়কের কুমপাড়া এলাকায় কালভার্ট ভেঙে আটকে যায় ট্রাকটি। আজ বিকেল চারটার দিকে
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া সড়কের কুমপাড়া এলাকায় কালভার্ট ভেঙে আটকে যায় ট্রাকটি। আজ বিকেল চারটার দিকে

কক্সবাজারের পেকুয়া

কালভার্ট ভেঙে আটকে যায় ট্রাক, চার ঘণ্টা পর উদ্ধার

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাটাফাঁড়ি ব্রিজ-সংলগ্ন এলাকায় কালভার্ট ভেঙে আটকা পড়ে ট্রাক। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উজানটিয়া থেকে একটি খালি ট্রাক পেকুয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রায় চার ঘণ্টার পর ট্রাকটি উদ্ধার করা হয়।

তবে ট্রাক উদ্ধার হলেও উজানটিয়ার সঙ্গে পেকুয়া সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই সড়ক দিয়ে উজানটিয়া ইউনিয়নের মানুষ ছাড়াও মগনামা ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের মানুষের চলাচল রয়েছে।

বিকেল চারটার দিকে সরেজমিনে দেখা যায়, বানৌজা পেকুয়া সড়ক থেকে কাটাফাঁড়ি ব্রিজ হয়ে দক্ষিণ দিকে উজানটিয়া ইউনিয়নের যাতায়াতের সড়ক। এই সড়কের কুমপাড়া এলাকায় স্লুইসগেট ভেঙে গাড়িটি আটকে গেছে। আরেকটি গাড়ি দিয়ে সেটিকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। মানুষ হেঁটে সড়কের ভাঙা অংশ পার হচ্ছেন।

উজানটিয়ার বাসিন্দা জালাল উদ্দীন বলেন, উজানটিয়া ইউনিয়নের ৩৫ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়ক। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এখন মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, উজানটিয়া ও মগনামা ইউনিয়নের বেশির ভাগ এলাকায় লবণ চাষ হয়েছে। সড়কপথে লবণ পরিবহনের একমাত্র মাধ্যম এই সড়কটি। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় লবণ পরিবহন বন্ধ হয়ে গেছে।  

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হোসেন চৌধুরী বলেন, যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মেরামতের জন্য একজন ঠিকাদারকে তাৎক্ষণিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।  তিনি যত দ্রুত সম্ভব ভাঙা অংশ মেরামত করবেন।