ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকালে শহরের বাগানবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
আল মামুন সরকারের শ্যালক তানভীর আহমেদ বলেছেন, আজ সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে শৌচাগারে যান আল মামুন সরকার। পরে আবার ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে আটটার দিকে তাঁর স্ত্রী জিনাত আখতার তাঁকে ডাক দেন। কিন্তু তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। পরে চিকিৎসক ডাকলে তিনি এসে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে হার্ট, কিডনি, ফুসফুসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
আল মামুন সরকার ১৯৫৪ সালের ১ মার্চ জেলার নবীনগর উপজেলার আজমপুরে জন্মগ্রহণ করেন। ১০ম শ্রেণিতে পড়ার সময় তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ’–এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডের প্রথম সাধারণ সম্পাদক। তিনি শহরের নানা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৩ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন।
মরহুমের পরিবারের সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানিয়েছেন, আসরের নামাজের পর আল মামুন সরকারের জানাজা অনুষ্ঠিত হবে।
প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক শোক জানিয়েছেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে বাড়িতে যান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও তাঁর স্ত্রী ফাহিমা খাতুন, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান প্রমুখ।