মামলা
মামলা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নামে ব্রাহ্মণবাড়িয়ায় আরও একটি হত্যা মামলা

২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি ভোটকেন্দ্রে বিজিবির গুলিতে এক ব্যক্তির নিহতের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১০ জনের নামে মামলা হয়েছে। আজ রোববার আখাউড়া পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সভাপতি বাহার মিয়া বাদী হয়ে আদালতে এ মামলা করেন। বাদীপক্ষের আইনজীবী নুরুজ্জামান লস্কর বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফরিন আহমেদ এজাহারটি আমলে নিয়ে মামলা হিসেবে রেকর্ড করার জন্য আখাউড়ার থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। নিহত হাদিছ মিয়া পৌরসভার কাউন্সিলর বাহার মিয়ার ছোট ভাই। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। ওই ভোটকেন্দ্রের তৎকালীন প্রিসাইডিং কর্মকর্তা মুখলেছুর রহমানকে মামলায় সাক্ষী করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ মার্চ আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় আবুল কাশেম আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। সে সময় নিহত হাদিছ মিয়া ভোটকেন্দ্রের প্রায় ৩০০ গজ দূরে অবস্থান করছিলেন। ভোটকেন্দ্রের কাছাকাছি বিএনপির কর্মী-সমর্থকদের অবস্থানের বিষয়টি মামলার আসামিরা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক মেয়র তাকজিল খলিফাকে মুঠোফোনে জানান। আনিসুল ও তাকজিল সে সময় নিহত হাদিসসহ অন্যদের দেখামাত্রই গুলি করে মারার জন্য বিজিবি ১২ ব্যাটালিয়নের তৎকালীন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এরশাদকে নির্দেশ দেন। এরশাদ একটি জিপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিজিবির জওয়ানের কাছ থেকে একটি রাইফেল নিয়ে উপর্যুপরি গুলি করেন। বুকের ডান পাশে একটি গুলিবিদ্ধ হলে হাদিছ ঘটনাস্থলেই নিহত হন। আসামিরাসহ বিজিবির সদস্যরা লাঠিসোঁটা দিয়ে উপস্থিত লোকজনকে মারধর করে ঘটনাস্থলে হাতবোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিবেশসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাদিছকে মৃত ঘোষণা করেন। আসামিদের ভয়ে ও নিরাপত্তার স্বার্থে সে সময় নিহত ব্যক্তির পরিবার মামলা করতে পারেনি।

এদিকে ওই ভোটকেন্দ্রের তৎকালীন প্রিসাইডিং কর্মকর্তা মো. মুখলেছুর রহমান গুলি করার ঘটনাটি নির্বাহী তদন্তের জন্য আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত দেন। সেখানে তিনি উল্লেখ করেন, ভোট গ্রহণ চলাকালে সময় বেলা ৩টা ৪৫ থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে গুলিতে একজন নিহত হন। বিকেল পাঁচটার দিকে বিজিবির একজন কর্মকর্তা তাঁর স্বলিখিত একটি কাগজে প্রিসাইডিং কর্মকর্তাকে স্বাক্ষর করতে নির্দেশ দেন। এলাকার সার্বিক পরিস্থিতি চিন্তা করে বিজিবির কর্মকর্তার লিখিত কাগজে তিনি স্বাক্ষর করতে বাধ্য হন বলে আবেদনে উল্লেখ করেন।