রাঙামাটির কাপ্তাই হ্রদে আজ সোমবার সন্ধ্যায় নৌকাডুবিতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজনকে মুর্মূষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলের দিকে রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে ৫৬ জন পর্যটক নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা শহরের রিজার্ভ বাজারে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইঞ্জিনচালিত নৌকাটি পুরাতন রাজবাড়ীর (ডুবে যাওয়া) ডিসি বাংলো এলাকায় পৌঁছালে একটি গাছের গুঁড়ির সঙ্গে এর ধাক্কা লাগে। এ সময় নৌকাটি ডুবে গিয়ে অনেকে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরির দল গিয়ে উদ্ধারকাজ চালায়। এ সময় পাঁচজনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পাঁচজনের মধ্যে দুজনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মৃত ব্যক্তিরা হলেন চায়না রানী বর্মণ (৫৭) ও পুষ্প রানী বর্মণ (৭০)। আহত ব্যক্তিরা হলেন মিনা রানী (৫০), শচীন দেববমর্ণ (৬৮) ও নমিতা দেববমর্ণ (৫)। নিহত দুজনের নাম পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত হাসপাতালে পাঁচজনকে আনা হয়েছে। এর মধ্যে দুজন মারা গেছেন। আহত অপর তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।