সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, দুই তরুণের মৃত্যু

সাতক্ষীরায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে আল হেলাল জয় (২০) ও তাঁর বন্ধু মাছখোলা শিবতলা গ্রামের হাবিবুল্লাহ গাজীর ছেলে ও সাতক্ষীরা সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তানজিমুল হাসান শিহাব (১৯)।

প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার বেলা তিনটার দিকে মোটরসাইকেলে কলারোয়ার দিক থেকে শহরের দিকে আসছিলেন দুই বন্ধু জয় ও শিহাব। পথে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুমড়েমুচড়ে যায় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটি।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।