চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় উপদেষ্টা প্রয়াত সামশুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তারকে (৫০) গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে পটিয়া পৌরসভার সবজারপাড়ায় নিজ বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে সামশুল আলমের বড় ছেলে মাইনু উদ্দিন (৩২) এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে মাইনু পলাতক।
উল্লেখ্য, গত ১৩ জুলাই জাপা নেতা ও সাবেক মেয়র সামশুল আলম মাস্টার মারা যান। এর এক মাস পরই এ ঘটনা ঘটল।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গুলির শব্দ পেয়ে স্থানীয় লোকজন দ্বিতল বাড়ির শয়নকক্ষ থেকে গুলিবিদ্ধ জেসমিন আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাঁকে প্রথমে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম।
ঘটনাস্থলে উপস্থিত পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, জায়গাজমি ও ব্যাংকের জমানো টাকা নিয়ে বিরোধের জেরে ধরে ছেলে মাইনু উদ্দিন তাঁর মাকে গুলি করে করেছেন বলে শুনেছেন। ঘটনার পর থেকে মাইনু পলাতক।
রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাইনুর কক্ষের খাটের নিচ থেকে প্রথমে একটি এয়ারগানসহ শটগানের ১০টি গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে পিস্তলের একটি বিস্ফোরিত, আরেকটি অবিস্ফোরিত গুলি পাওয়া যায়। মাইনুর বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।