কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে মোটরসাইকেল চলাচল নিষেধ। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করে আনোয়ারা প্রান্ত থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে টানেলে ঢোকেন মো. সোহেল(২৩) নামের এক যুবক। সঙ্গে সঙ্গে টানেলের নিরাপত্তা কর্মীরা তাঁকে ধাওয়া দেন। এতে টাল সামলাতে না পেরে তিনি পতেঙ্গা প্রান্তের একটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে মোটর সাইকেলসহ পড়ে যান। আর তখনই তাঁর ব্যাগ থেকে বেরিয়ে আসে ইয়াবা বড়ি। এরপর টানেল কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করে।
আজ মঙ্গলবার বিকেল তিনটার সময় এ ঘটনা ঘটে। ট্রাফিক আইন ভঙ্গ করে টানেলে ঢোকা ওই যুবক কয়েকটি প্যাকেটের ভেতর ৯ হাজার ৩৯০টি ইয়াবা নিয়ে যাচ্ছিলেন। এসব মাদকের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা। আটক মো. সোহেলের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ গোয়ালিয়া এলাকায়।
পুলিশ ও টানেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আটক সোহেল কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে আসছিলেন। তিনি টানেলের সংরক্ষিত সড়ক ও টানেল দিয়ে মোটরসাইকেল চলাচল নিষেধের কথা না জেনে প্রবেশ করেন। ওই সময় তাঁর পেছন পেছন একটি গাড়ি নিয়ে ছুটতে থাকেন টানেলের নিরাপত্তাকর্মীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ট্রাফিক কন্ট্রোল রুমের (টিসিআর) সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, আনোয়ারা প্রান্ত থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে টোল বক্স অতিক্রম করেন ওই যুবক। পতেঙ্গা প্রান্তে তাঁকে আমাদের লোকজন ব্যারিকেড দিয়ে আটকে দিলে ছিটকে পড়েন এবং ব্যাগ ভর্তি ইয়াবা পাওয়া যায়। পরে তাঁকে পুলিশে হস্তান্তর করা হয়।
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ৯ হাজার ৩৯০ টি ইয়াবা নিয়ে মোটরসাইকেলে করে টানেলে ঢুকে পড়া যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তাঁর মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।