ময়মনসিংহের ধোবাউড়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ সকালে ধোবাউড়া কেন্দ্রীয় শহীদ মিনারে
ময়মনসিংহের ধোবাউড়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ সকালে ধোবাউড়া কেন্দ্রীয় শহীদ মিনারে

অহেতুক উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক ফয়দা লাভের দিন শেষ: এমরান সালেহ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং রাজনীতি ও রাষ্ট্রের পরিবর্তন আনতে হলে জননির্ভর গঠনমূলক রাজনীতি করতে হবে। অহেতুক উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক ফয়দা লাভের দিন শেষ। আজ বুধবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক সমাবেশে এ কথা বলেন তিনি।

ধোবাউড়া উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ধোবাউড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশটি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম, আনিসুর রহমান, মোয়াজ্জেম হোসেন খান, সাবেক ছাত্রদল নেতা আবদুল মোমিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সদস্যসচিব মামুন হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ।

নির্বাচনের তাগিদ জানিয়ে এমরান সালেহ বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনে আন্দোলনের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার কায়েমের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বিজয় সুসংহত করতে হবে।

ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতি পরিপূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত রাজপথে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, পরিকল্পিতভাবে পরিস্থিতি জটিল করার চেষ্টা চালানো হচ্ছে। নির্বাচনকে প্রলম্বিত করে নির্বাচন ছাড়াই ক্ষমতাবান হওয়ার প্রচেষ্টা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষার পরিপন্থী। দেশের বর্তমান জটিল পরিস্থিতিতে জাতীয় ঐক্য যখন আরও সুদৃঢ় ও মজবুত হওয়ার প্রয়োজন, তখন ক্রমাগত জাতীয় ঐক্যবিরোধী তৎপরতা পরিলক্ষিত হচ্ছে।

ছাত্রসমাবেশের পর সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ধোবাউড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।