গ্রেপ্তার
গ্রেপ্তার

মেহেরপুরে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার অভিযোগে করা মামলায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার গভীর রাতে চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২–এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মামলার এজাহারভুক্ত আসামি মফিজুর রহমান চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতাল পাড়া এলাকায় অবস্থান করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত দুইটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ, কোম্পানি কমান্ডার ও এএসপি মো. এনামুল হক নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ আল বারী বলেন, আসামি মফিজুর রহমানকে গ্রেপ্তারের পর র‍্যাব থানায় হস্তান্তর করেছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ও ৫ আগস্ট মুজিবনগর উপজেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান ও আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন।

এ ঘটনায় ২১ আগস্ট মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের শিক্ষার্থী হাসান মাহমুদ বাদী হয়ে মামলা করেন। মামলায় ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে সাতজনকে।