চট্টগ্রামের ফটিকছড়িতে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার একটি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।
কিশোর গ্যাংয়ের দণ্ডিত সদস্যদের দুজনের বয়স ১৮ বছর। একজনের বয়স ১৭ বছর এবং আরেকজনের বয়স ১৪ বছর।
ইউএনও মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, দুপুরে ফটিকছড়ি থানা-পুলিশের সহায়তায় ঈদের বাজার পর্যবেক্ষণে অভিযান চালান তিনি। এ সময় উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের তরুণ মো. তাজিম উদ্দিন (১৮) ও মো. মোশারফ উদ্দিনের (১৮) নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা আজাদী বাজারে অপরাধ, উচ্ছৃঙ্খলতা ও উপদ্রব সৃষ্টি করায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা চারজন অপরাধ স্বীকার করায় তাদের ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।